’শান্তির জন্য পরিবর্তন,পরিবর্তনের জন্য জাতীয় পার্টি” এই স্লোগানে নাটোর জেলা জাতীয় পার্টির নব গঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
বৃহষ্প্রতিবার দুপুরে বনপাড়া মোল্লা কমিউনিটি হলরুমে এই পরিচিতি সভা অনুষ্টিত হয়। নাটোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট শিল্পপতি অধ্যাপক মোঃ আলাউদ্দিন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড মোঃ সাহেদ আলী জিন্নাহ, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল আলম খান ডাবলু,ইন্জিনিয়ার মোঃ আনিছুর রহমান।
নাটোর জেলা আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় এ সময় জেলার জাতীয় পার্টি,যুব সংগঠন,যুব সংহতির, উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নাটোর জেলার বিগত জাতীয় পার্টির উপজেলা, পৌর সকল কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটির নাম ঘোষনা করা হয়। জেলায় ৫১ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটির কেন্দীয় কমিটি অনুমোদিত। জেলা ,উপজেলা ও পৌর কমিটির প্রতিনিধি সম্মেলনের মাধ্যেমে ঘোষনা দেওয়ার আশ্বাস দেন অধ্যাপক মোঃ আলাউদ্দিন মৃধার।